সিরাজদিখানে জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংস্থার কমিটি অনুমোদন!!!

 



সিরাজদিখান উপজেলা প্রতিনিধিঃ

পুনরায় সিরাজদিখানে জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংস্থা দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

 ইমন খান ইকবালকে সভাপতি ও মোহাম্মদ শেখ সজিবকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেন অত্র সংগঠনের ঢাকা বিভাগীয় প্রধান জনাব আনিসুর রহমান নিলয় (রুবেল)।  

জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংস্থা একটি মানবিক সংগঠন, যা বিগত সময় বা করোনাকালীন সময় আত্ম মানবতার সেবায় বিশেষ ভূমিকা রেখেছে। অত্র সংগঠনের সাংগঠনিক নিয়ম অনুসারে আগামী দুই বছর ইমন ও সজীব এর নেতৃত্বে সকল সদস্যকে সাথে নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাবে বলে জানা গেছে।

_সভাপতি_


মুঠোফোন সভাপতি ইমন খান ইকবাল সাথে কথা হলে,  তিনি জানান আমাদের এই সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন এই সংগঠন শুধু মানুষের কল্যাণে কাজ করে অতএব আমাকে পুনরায় সভাপতি নির্বাচিত করায় কত সংগঠনের চেয়ারম্যান মহোদয়, আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ স্যার ও ঢাকা বিভাগীয় প্রধান জনাব আনিসুর রহমান নিলয় ভাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি,তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে,, আমি চেষ্টা করব সংগঠনের সকল সদস্যকে নিয়ে আত্ম মানবতার সেবায় মানুষের কল্যাণে কাজ করার। ধন্যবাদ,

_সাধারন সম্পাদক_


Post a Comment

0 Comments