চা প্রেমিদের মন জয় করে নিয়েছেন মৃধাবাড়ি বাজারের আক্কাস শেখ,রং চা স্টোর!! গ্রেট বিক্রমপুর"




ইমন খান, ( মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ 


মুন্সীগঞ্জের সিরাজদিখান,উপজেলার বয়রাগাদী ইউনিয়নস্থ, মধৃাবাড়ী বাজারে অল্প কিছুদিনের মধ্যে চা প্রেমিদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। চা প্রান করেন না! এমন লোক খোপ কম মানুষ পাওয়া যাবে,আমাদের সমাজে। আপনিও একদিন আসতে পারেন আক্কাস ভাইয়ের রং চায়ের স্বাদ নিতে।জানা গেছে, তার রং চায়ে, বিশেষ উপকরণ দিয়ে তিনি তৈরী করেন। তবে, সিরাজদিখানে (দুধ চা)( মালায় চা) (রং চা) জন্য বিখ্যাত এই মৃধাবাড়ি বাজার, তোতা চা স্টোর, নতুন করে আবার নাম লিখালেন আক্কাস চা স্টোর। স্থানীয় সূএে জানা যায়,দঃ গোবরদির আামিন চান এর ছেলে এই আক্কাস শেখ (৪৫)। সকাল থেকে রাত ৯টা পযন্ত এ চা পাওয়া যায়। তবে সন্ধায় অনেক ভীর লক্ষ করা গেছে।

Post a Comment

0 Comments