মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে ১১ জন কর্মীর বিরুদ্ধে মামলার আইনজীবী হিসেবে কোর্টে নিজেই মূখ্য আইনজীবীর ভূমিকা পালন করেছেন মুন্সীগঞ্জ ৩ আসনের সাংসদ এড. মৃণাল কান্তি দাস।
আজ ১৯ জুলাই মঙ্গলবার জেলা দায়রা জজ আদালতে মিরকাদীম পৌর স্বেচ্ছাসেবক লীগ এর সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, সহ- সভাপতি সহ মোট ১১ জন নেতা কর্মী'দের পক্ষে দীর্ঘ ১ ঘন্টা শুনানী করেন।
শুনানি শেষে মহামান্য দায়রা জজ সকলের জামিন মঞ্জুর করেন ৷
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে এডভোকেট মৃণাল কান্তি দাস এমপি তৃণমূলের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১১ জন নেতা কর্মী'দের পক্ষে নিজেই মূখ্য আইনজীবী হিসাবে জেলা দায়রা জজ কোর্টে দীর্ঘ ১ ঘন্টা শুনানী করেছেন।
পরে তাদের জামিন মঞ্জুর করা হয়।
এড. মৃণাল কান্তি দাসের সাথে সহযোগী হিসেবে মুন্সীগঞ্জ বারের একঝাক আইনজীবী অংশ নেন।
তাদের মধ্যে অন্যতম এডভোকেট শ. ম. হাবিবুর রহমান, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এডভোকেট গোলাম মাওলা তপন, এডভোকেট কাওছার তালুকদার সহ অন্যান্যরা।
কোর্টের শুনানি শেষে তিনি বলেন, সকল ষঢ়যন্ত্র আমরা রাজনৈতিক এবং আইনী ভাবে মোকাবেলা করবো।
কর্মীদের প্রতি এমন সহানুভূতির কারনে প্রশংসায় ভাসছেন এড. মৃণাল কান্তি।
0 Comments