মুন্সিগঞ্জের সিরাজদিখানের মালখানগরে আগুন লেগে ৯ দোকান পুড়ে ছাই হয়েছে।





সিরাজদিখান উপজেলা প্রতিনিধিঃ


জ বৃহস্পতিবার ( ৩০জুন) রাত্র ৩ টার দিকে সিরাজদিখান উপজেলার মালখানগর কলেজ সংলগ্ন বটতলা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মুদি দোকান, বিউটি পার্লার, মেকানিক দোকান, ভ্যারাইটিজ স্টোরসহ মোট ৯টি দোকান ভস্মীভূত হয়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় ঘণ্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।



স্থানীয় সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার রাত্র অনুমানিক ৩ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে একে একে ওমেন্স বিউটি পার্লার , বিক্রমপুর ভ্যারাইটিজ স্টোর,  সুমী বিউটি পার্লার, বিষু মণ্ডলের পান সিগারেটের দোকান, নকুল কুমার বিশ্বাসের মুদি দোকান, আমিনুল ইসলামের ফলের দোকান , মোসলেম এর মেকানিক দোকানে আগুন ছড়িয়ে পরলে মূহুতের মধ্যে সব পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে ও দোকান মালিকদের সাথে কথা বলে জানা যায় বিশেষ করে বিক্রমপুর  ভ্যারাইটিজ স্টোরের মালিক শহিদুল ইসলাম নিশ্চিত করে বলেন , আগুন লাগার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় প্রচুর কাশি হয় ঘুম ভেঙে দেখে আগুন লেগেছে । তবে কোন দিক থেকে আগুন লেগেছে তা জানা নেই। আমি এই যাত্রায় প্রাণে বেঁচে গেছি। আমার দোকানে অনেক ক্ষতি হয়েছে। আমি সহ অন্যান্য সবাই দোকান থেকে কিছু বাহিরে আনতে পারি নাই।  কিছু নেই সব পুড়ে ছাই। এখন আল্লাহ-ই আমাদের পরিবারের ভরসা। 

সিরাজদিখান  ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের সূত্রপাতের ব্যাপারে নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্ট  সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। 


Post a Comment

0 Comments