অনলাইন সংস্করণ,
মুন্সীগঞ্জর জেলা প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী প্যানেল থেকে ১২ জন; আওয়ামী প্যানেল ৩জন বিজয়ী মুন্সীগঞ্জর বারের নির্বাচনে আওয়ামী প্যানেলের ভরাডুবি॥ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে বিজয়ী এডভোকেট অজয় কুমার চক্রবতী ২০০ ভোট। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে নিকটত প্রতিদ্বন্দি এডভোকেট এডভোকেট মুজিবুর রহমান পেয়েছেন ১৯৬ ভোট। সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বিজয়ী প্রার্থী এডভোকেট মাসুদ আলম পেয়েছেন ২৪৭ ভোট অপরদিকে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নিকটত প্রতিদ্বন্দি এডভোকেট মুহা: মাহবুবুর রশীদ (সবুজ) পেয়েছেন ১৪৮ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বিজয়ী প্রার্থী এডভোকেট মুহা. জাকারিয়া ইসলাম কাঞ্চন পেয়েছেন ২৪৩ ভোট।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নিকটত প্রতিদ্বন্দি এডভোকেট জানে আলম আবদুল্লা পাশা প্রিন্স পেয়েছেন ১৫১ ভোট। সহ-সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এডভোকেট মো: মজিবুর রহমান পেয়েছেন ২০২ ভোট,
মুহা: নাসির আখতার সুমন পেয়েছেন ২১২ ভোট। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নিকটত প্রতিদ্বন্দি এডভোকেট রিয়াজুল ইসলাম মানিক পেয়েছেন ১৯২ ভোট এবং মো: ফিরোজ খান পেয়েছেন ১৭৫ ভোট।
কার্যকরি পদে ১ ও সম্পদক পদে ১টি বাকী সকল পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ বিজয়ী হয়েছেন। কার্যকরি পদে জাতীয়তাবাদী প্যানেলে যারা বিজয়ী হয়েছেন ইকবাল হোসেন শেখ ২১০ ভোট পেয়ে তৃতীয়, মো: মাহবুব উল আলম স্বপন ২১৭ ভোট দ্বিতীয়, মোহাম্মদ জামাল হোসেন বিপ্লব চতুর্থ ২০২ ভোট পেয়েছেন, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিজয়ী হয়েছেন একজন মো: আবুল হাসান মৃধা ২৬৭ ভোট প্রথম। পরাজিত কার্যকরি সদস্যরা হলেন, মোহাম্মদ মোস্তফা ১৯১ ভোট,
ফয়সল আহম্মেদ ১১২ ভোট, মো: তৌহিদ আহসান ভূইয়া মইন ১৫৬ ভোট, মো: জয়নাল আবেদীন বাবু ১৯৬ ভোট পেয়েছেন।
অপরদিকে সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে বিজয়ী হয়েছেন ৫জন এবং সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে ১জন বিজয়ী হয়েছেন । সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক পদের ভোট এখনো গননা করা শেষ হয়নি। গনানা চলছে।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে কোষাধ্যক্ষ পদে বিজয়ী মো: মনির হোসেন লিংকন পেয়েছেন ২৬০ ভোট নিকটতম প্রতিদ্বন্দি আক্তারুজ্জামান আবুল ১৪০ ভোট পেয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে বিজয়ী লাইব্রেরী সম্পাদক পদে মো: নাছির উদ্দিন ২৮২ ভোট নিকটতম সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী শেফালী রাণী কর্মকার ১১৫ ভোট,
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে বিজয়ী দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ নূর হোসেন বেপারী ২২১ ভোট পেয়েছেন নিকটতম সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্রার্থী মো: কামাল হোসেন পেয়েছেন ১৭৬ ভোট।
দুই প্যানেলেরই দুইজন সমান ভোট পেয়েছেন সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী আলমগীর হোসেন ১৯৮ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ আমান উল্লাহ রিপন ১৯৮ ভোট।
মহিলা বিষয়ক সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিজয়ী আমেনা খাতুন পুষ্প ভোট পেয়েছেন ২১৮, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী লাকী আক্তার পেয়েছেন ১৮১ ভোট, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বিজয়ী প্রার্থী ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান তুহিন পেয়েছেন ২২৮ ভোট নিকটতম সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্রার্থী গাজী শাহরিয়ার রকি পেয়েছেন ১৬৭ ভোট।
0 Comments