মুন্সীগঞ্জের সিরাজদিখানে নতুন কলেজ চালু করার জন্য অনুমতির অপেক্ষা!




অনলাইন সংস্করণ,

সিরাজদিখান উপজেলা প্রতিনিধিঃ

রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় কে কলেজে রুপান্তর করার ক্ষেত্রে আর একটি বড় সাফল্য এসেছে। 

মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় অবস্থিত স্বনামধন্য প্রতিষ্ঠান রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়টি কলেজে রুপান্তর করে একাদশ শ্রেণির শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান বরাবর আবেদন করা হয়েছিল। 

উক্ত বিদ্যালয়টি কৃতিত্বের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এলাকাবাসীর ও বিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা বিদ্যালয়টি কলেজে কার্যক্রম পরিচালনা হলে এলাকায় শিক্ষার হার আরো বৃদ্ধি পাবে। ডিজিটাল দেশ গড়ার লক্ষ্যে শিক্ষার কোন বিকল্প নেই'।

আবেদনের প্রেক্ষিতে ঢাকা বোর্ডের কর্মকর্তারা কিছুদিন পূর্বে বিদ্যালয়টি পরিদর্শন করে যান এবং ঢাকা বোর্ডের  চেয়ারম্যান বরাবর একটি পজিটিভ রিপোর্ট পেশ করেন ও সকল দিক বিচার বিশ্লেষণ করে উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যেতে পারে মর্মে রিপোর্ট পেশ করেন।



তারই ধারাবাহিকতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব অধ্যাপক নেহাল আহমেদ স্যার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মহোদয় এর বরাবর ৩-২-২০২২ তারিখে প্রস্তাবিত প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদানের প্রাপ্যতা/যৌক্তিকতা রয়েছে মর্মে চিঠি প্রদান করেছে। নিঃসন্দেহে এটি কলেজ রুপান্তর করার ক্ষেত্রে এক বিশাল সাফল্য। 


এখন শুধু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ থেকে অনুমোদন লাভ করলেই রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় টি কলেজে রুপান্তর করে একাদশ শ্রেণির কার্যক্রম অচিরেই শুরু করা যাবে ইনশাআল্লাহ।


রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কৃষিবিদ জনাব মুকসুদ আলম খান মুকুটের ঐকান্তিক প্রচেষ্টায় এ সাফল্য ও বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের অক্লান্ত পরিশ্রমের জন্য বিদ্যালয়টি এতো দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা অদূর ভবিষ্যতে বিদ্যালয়টি কলেজের কার্যক্রম চালু হলে এলাকায় শিক্ষার মান আরো বৃদ্ধি পাবে। উন্নত ও শিক্ষার মান আরো বৃদ্ধি করার লক্ষ্যে কলেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Post a Comment

0 Comments