ইমন খান ইকবাল (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী গ্রামে মাইটিভির সাংবাদিক মোক্তার হোসেনের বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে । বাড়ীর গ্যারেজের তালা কেটে ৩টি অটোরিক্সা চুরি করে নিয়ে যায় । যাহার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা ।
৬ নভম্বর শনিবার দিবাগত রাতে বাড়ীতে ১০ টি হ্যালাজিন লাইট জ্বলে থাকার পরেও বাড়ীর ভিতরে ঢুকে স্টীলের গেইট কেটে গ্যারেজে প্রবেশ করে ভেতরের তালা কেটে ৫টি অটোরিক্সার মধ্যে তিনটি অটোরিক্সা চুরি করে নিয়ে যায় ।
পরদিন রবিবার ভোর অনুমান ৫টা ৩০ মিনিটের দিকে স্থানীয় মুসল্লিরা মসজিদে নামাজে যাওয়ার সময় গ্যারেজের শার্টার খোলা দেখে বাড়ীর মালিক সাংবাদিক মোক্তার হোসেনকে সংবাদ দিলে তিনি তাৎক্ষনিক গ্যারেজে এসে তালা কাটা ও শার্টার খোলা দেখতে পান।
রবিবার সকালে শেখরনগর তদন্ত কেদ্রের সাব ইন্সপক্টর মাহমুদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চুরি হওয়া একটি অটোরিক্সার মালিক সায়মন জানান, আমাদের ভিটামাটি বলিতে কিছুই নেই। এনজিও থেকে টাকা কিস্তি নিয়ে এ গাড়ীটি কিনেছিলাম । গাড়ীটি চুরি হওয়াতে আমি নিঃস্ব হয়ে গেলাম । কিভাবে কিস্তি দিবো, কিভাবে সংসার চালাব তা ভেবে পাচ্ছিনা বলে কানায় ভেঙ্গে পড়েন ।
বাকী দুই গাড়ীর মালিকদেরও একই অবস্থা বলে জানান গাড়ী দুইটির মালিক চাঁন মিয়া ও লিটন মন্ডল ।
এতো সিকিউরিটির পরেও চুরি হওয়ায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
৬ নভম্বর শনিবার দিবাগত রাত চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন শেখরনগর তদন্তকেদ্রের ইনচার্জ মোঃ নাসির শেখ । এ ঘটনায় শেখরনগর তদন্তকেদ্রে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
0 Comments