মাদার তেরেসা গুণী সম্মাননা ২০২১ ইং পেলেন বিক্রমপুরের কৃতি সন্তান, উপাধ্যক্ষ আসাদুজ্জামান বাচ্চু। "গ্রেট বিক্রমপুর"

 



 ইমন খান, (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ 


২৬ সেপ্টেম্বর, রোজ রবিবার, পল্টন টাওয়ার ইকোনমিক ফোরাম,পুরনো পল্টন ঢাকা। প্রথমে, সালাউদ্দিন কাদের এর কোরআন তিলায়াত এর মাধ্যমে, উপাধ্যক্ষ আসাদুজ্জামান বাচ্চু, উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন,

  

মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি   (মাপসাস)কর্তৃক আয়োজিত  ""করোনা কালীন সময় সরকারের সফলতা ও  মানবধিকার রক্ষায় আমাদের করনীয়  শীর্ষক আলোচনা সভায়""   (মাদার তেরেসা) গুনী সম্মাননা পেয়েছেন ,বিক্রমপুরের কৃতি সন্তান আসাদুজ্জামান বাচ্চু।  সভাপতি,বিকল্প যুবধারা কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও শিক্ষা বিষয়কসম্পাদক, বিকল্পধারা বাংলাদেশ। 


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব,বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, সাবেক- উপ-মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ১৪ দলীয় কেন্দ্রীয় নেতা। 

প্রধান আলোচক হিসেবে ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাবেক ডি আই জি,বাংলাদেশ পুলিশ। মূল প্রবন্ধ পাঠ করেন, বাংলাদেশ গন আজাদীলীগ এর, মহা সচিব জনাব, আতাউল্লা খান আতা।স্বাগত বক্তব্য রাখেন,জনাব আনিছুর রহমান নিলয়, সাংগঠনিক সম্পাদক, ( মাপসাস) কেন্দ্রীয় কমিটি প্রমুখ।  এ সময় উপস্থিত অতিথিবৃন্দ  বর্তমান সরকার এর মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার ও তার নেতৃত্তের প্রশংসা করেন। বক্তৃারা আরো বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে মানবাধিকার রক্ষায়  আমাদের সকলকে আরো বেশি সচেতন হতে হবে এবং সকলে সৎ  ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান।


পরে প্রধান অতিথি, সাবেক মন্ত্রী  জনাব,সাদেক সিদ্দিকী  (মাদার তেরেসা) গুনী সম্মাননা ক্রেস আসাদুজ্জামান বাচ্চুর হাতে দেন।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, (মাপসাস) এর  প্রতিষ্ঠাতা -মহা সচিব, গোলাম রাব্বানী জামিল।এসময় তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা  করে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।

Post a Comment

0 Comments