বি‌ডি‌সি ক্রাইম বার্তার উপদ‌ষ্টো কে ফু‌লের শু‌ভেচ্ছা জানা‌লেন বি‌ডি‌সি ক্রাইম বার্তা প‌রিবার!" গ্রেট বিক্রমপুর"

 



ইমন খান,  (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জ জেলার সিরা‌জ‌দিখান উপ‌জেলার ১২নং মধ‌্যপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ও বি‌ডি‌সি ক্রাইম বার্তা উপ‌দেষ্টা প‌রিষ‌দের সদস‌্য হাজী আব্দুল ক‌রিম শেখ এর সাথে ২৫ সেপ্টেম্বর শ‌নিবার দুপুর ৩ টায় সময় ইউ‌নিয়ন প‌রিষদ কার্যালয়ে সাংবাদিকের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।


এ সময় ১২ নং মধ‌্য পাড়া ইউ‌নিয়ন প‌রিষদ‌ের চেয়ারম‌্যান ও বি‌ডি‌সি ক্রাইম বার্তা উপদেষ্টা মন্ড‌লির সদস‌্য হাজী আব্দুল করিম শেখ বলেন, আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন এজন্য সকলকে ধন্যবাদ জানাই। পরবর্তীতে সময় করে আপনাদের সাথে বসে বিস্তারিত আলাপ করা যাবে।


এ সময় উপস্থিত ছিলেন,বি‌ডি‌সি ক্রাইম বার্তার সন্পাদক ও প্রকাশক  মোঃ ফয়সাল হালদার , বি‌ডি‌সি ক্রাইম বার্তার মুন্সীগঞ্জ জেলা প্রতি‌নি‌ধি মোঃ‌লিটন মাহমুদ ,টঙ্গীবাড়ী উপ‌জেলা প্রতি‌নি‌ধি মোঃকা‌দির খাঁন ।


উক্ত সময় আ‌রো উপস্হ‌িত ছি‌লেন , মুক্ত‌ি‌যোদ্বা মোঃআ‌লী , মু‌ক্তি‌যোদ্বা আঃ সাত্তার ১২ নং মধ্যপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের স‌চিব মোঃ হুমায়ুন কবির সহ নিবা‌র্চিত ১‌থে‌কে ৯ নংওয়ার্ডের ইউ‌পির সদস‌্য ,সংরক্ষ‌িত ম‌হিলা সদস‌্য সহ ,মধ‌্য পাড়া ইউ‌নিয়ন যুব লী‌গের সাধারন সন্পাদক মোঃ হারুন রশিদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক, বিদ্যুৎ চন্দ্র কর ,র‌নি, আমির হোসেন মোঃ‌বিল্লাল ,মোঃ‌ দে‌লোয়র ,মোঃ‌হো‌সেন ,মোঃহারুন , মোঃ‌সো‌হেল শেখ প্রমূখ ।

Post a Comment

0 Comments