নিজেস্ব প্রতিদেনঃ আজ রোজ মঙ্গলবার ০৯ নভেম্বর ২০২১ নর্দান ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, যাত্রাবাড়ী ঢাকা। S.S.C. পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় পর্যায়ক্রমে শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করা হয়।
স্কুলের প্রাধান শিক্ষক জনাব ওমর ফারুক খুব গুরুত্ব সহকারে বলেন সফলতা ও সম্মান জনক স্থানে যেতে হলে অবশ্যই ভালো পড়াশোনা করতে হবে । পড়ালেখার কোন বিকল্প নেই।
অন্যান শিক্ষকরা দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। দীর্ঘ ১০ বছর কষ্টের ফল পরিক্ষার মাধ্যমে বোঝা যায়। করোনা মহামারী দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর পরিক্ষা নিবেন তাই সকলকে মনযোগ সহকারে পরিক্ষার খাতায় লিখতে হবে। পরিক্ষার সময় কেন্দ্রে ৩০ মিনিট আগে যাওয়া ভালো। রেজিস্ট্রেশন কার্ড, কলম , পেন্সিল প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে সাথে নিয়ে যাওয়ার জন্য বার বার বলেন। শিক্ষক বলেন যদি পানি খাওয়ার জন্য বোতল নিয়ে যাও তাহলে পানি খাওয়ার পরে অবশ্যই বতলের কেপ সাথে সাথে লাগিয়ে রেখতে বললেন যাতে অন্য কেউ বা কারো সাথে ধাক্কা লেগে পানির বোতল খাতার উপর পরে যেতা পারে । তাই এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে।
স্কুলের প্রাধান শিক্ষক খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলে তার বক্তব্য শেষে করেন " শেষ ভালো যার সব ভাল তার"।
ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ৪ জন বাপ্পি ,উর্মি,আশা মনি ও রাবিয়া।
তারা বলেন শিক্ষারা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। কোন শিক্ষকই ছাত্রের খারাপ চায় না। তাঁরা আমাদের ভালোর জন্যই শাসন করতেন। আমরা মনের অজান্তেই অনেক সময় ভুল করে থাকি শিক্ষকগণ আমাদের ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকল শিক্ষকদের দীর্ঘায়ু ও শুভ কামনা রইল।
0 Comments