শ্রীনগর উপজেলায় বেসরকারি ভাবে নবনির্বাচিত চেয়ারম্যানদের তালিকা ঘোষণা।-'গ্রেট বিক্রমপুর!

 



শ্রীনগর প্রতিনিধি (মুন্সিগঞ্জ)ঃ
মুন্সিগঞ্জে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ১৪ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । ১১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহন । সম্পূর্ণ সুষ্ঠু ও অবাধ পরিবেশে ভোট দিতে পেরে সকলের মাঝে আনন্দ বিরাজমান ছিল ।

শ্রীনগর উপজেলার ইউনিয়ন রাড়িখাল , হাসাড়া , ষোলঘর সহ বেশ কয়েকটি ইউনিয়নে দেখা যায় , আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হচ্ছে । নিজ নিজ ভোট দিতে পেরে ভোটারদের মাঝে দেখা গেছে উৎফুল্লতা । ১৪ টি ইউনিয়নের মধ্যে শ্রীনগর উপজেলায় বেসরকারি ঘোষণায় নির্বাচিত চেয়ারম্যানদের তালিকা
রাড়িখাল- বারেক খান (নৌকা)
ভাগ্যকূল- শাহাদাত কাজী (নৌকা)
শ্রীনগর ইউনিয়ন - তাজুল ইসলাম (আনারস)
ষোলঘর ইউনিয়ন - আজিজুল ইসলাম ( নৌকা)
তন্তর ইউনিয়ন - আলী আকবর (আনারস)
আটপারা ইউনিয়ন - ফজলুল রহমান ( চশমা)
পাটাভোগ - মুন খান(নৌকা)
বীরতারা - জিল্লুর রহমান (আনারস)
শ্যামসিদ্ধি- জি এস নাজির (আনারস)
হাসাড়া- সোলাইমান (আনারস)
বাঘড়া- তানজিল  (টেলিফোন)
কোলাপাড়া-রফিকুল ইসলাম বাবু(আনারস)
কুকুটিয়া - বাবুল হোসেন বাবু ( আনারস)
বাড়ৈখালি - ফারুক হোসেন ( নৌকা)।
(য়) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । শ্রীনগর উপজেলায় বেসরকারি ঘোষণায় নব-নির্বাচিত চেয়ারম্যানদের শুভেচ্ছা, দোয়া ও শুভকামনা।

Post a Comment

0 Comments