ইমন খান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুর্ব শত্রুতার জেরে থানার ভেতরে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে ৪ জন আটক ২জন।
বুধবার ৩ নভেম্বর দুপুর ১টায় সিরাজদিখান আঙ্গিনায় এঘটনা ঘটে।
জানাযায় দীর্ঘদিন যাবত উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের জহির ও বালুচর ইউনিয়নের কয়রাখোলা গ্রামের বরকত গ্রুপের সাথে জমিসংক্রান্তের জেরে সংঘর্ষ চলে আসছে। ৩ নভেম্বর সকালে দুই গ্রুপের লোকজন সিরাজদিখান বাজারে আসলে মুখোমুখি হলে কথা কাটাকাটি হয় একপর্যায়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে।সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন বিষয়টি টের পেয়ে মিমাংসার জন্য দুই গ্রুপকে থানায় ডেকে আনেন।দুই গ্রুপ মুখোমুখি হলে আবারো থানার ভেতর সংঘর্ষে জড়িয়ে পরে এতে জহির গ্রুপের প্রধান জহির সহ ৪ জন গুরুতর আহত হয়।
এসময় ২ জনকে আটক করেন থানা পুলিশ।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে এখনও কোনো অভিযোগ ও মামলা হয়নি মামলা অভিযোগ হয়নি।
0 Comments