ইমন খান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দূর্গাপুজা ২০২১সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে সিরাজদিখান থানা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪ টায় সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে উপজেলার, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে, সিরাজদিখান থানার (ওসি)মোহাম্মদ বোরহান উদ্দিন এর সভাপতিত্বে কেয়াইন ইউনিয়নের বিট অফিসার পুলিশ উপপরিদর্শক মো: মাসুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুমন দেব।
আসন্ন শারদীয় দূর্গাপুজা ২০২১সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন , উপজেলায় দূর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে সার্বিক নিরাপত্তায় আইন শৃংখলা বাহিনী দায়িত্ব পালন করবে। এছাড়া করোনা পরিস্থিতিতে প্রতিটি পূজামন্ডপের প্রবেশ পথে হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা এবং আগত ভক্তদের মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যবিধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, মেটাল ডিটেক্টর মেশিনসহ নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে আগতদের দেহ তল্লাশির ব্যবস্থা করতে হবে ।
তিনি আরো বলেন, কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে পুলিশ, র্যাব বিশেষ টহলে থাকবে। সভায় আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপনে শান্তি শৃংখলা বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান। প্রসঙ্গত, এবার উপজেলায় ১০৮টি পূজা মন্ডপে প্রতিমা শোভা পাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাশেদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, ইছাপুরা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার ,সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত ঘোষ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঐক্য পরিষদ মুন্সীগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, উপজেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি গোবিন্দ দাস পুদ্দার প্রমুখ।
0 Comments