সিরাজদিখানে ভিকটিম উদ্ধার গ্রেফতার ১। গ্রেট বিক্রমপুর

 



 ইমন খান ইকবাল  (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:


মুন্সিগঞ্জের সিরাজদিখানে অপহৃত হওয়া ভিকটিম  উদ্ধার করে অপহরনকারীকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ। অপহরণকারির বিরুদ্ধে সিরাজদিখান থানায় নিয়মিত মামলা রুজু। 


শুক্রবার ২৯ অক্টোবর  রাতে অপহৃত হওয়া মোছাঃ শিফা আক্তার (১৬)এর বাবা মো: ইসলাম (৫০) বাদী হয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের  তদন্তকারী কর্মকর্তা এসআই মো: বিল্লাল মিয়া সুনামগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অপহৃত হওয়া ভিকটিম মোছাঃ শিফা আক্তার কে উদ্ধার করে অপহরনকারীকে গ্রেফতার করেন।


সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগরন হোসেন জানান থানায় লিখিত  অভিযোগ দায়ের পরে  বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অপহৃত  কে উদ্ধার করে অপহরণকারী মো: রাজন ১৯ কে গ্রেফতার করি।আসামী ও উদ্ধার হওয়া ভিকটিম কে যথাযথ নিয়ম অনুসরন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।  


উল্লেখ্য গত ২২/১০/২০২১ ইং  সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দী মধ্যেরচর গ্রামের মো: ইসলাম মিয়ার মেয়ে মোছাঃ শিফা আক্তার  অপহৃত হয়। পরে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়।

Post a Comment

0 Comments