ইমন খান , মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পবিত্র কোরআন শরীফকে অবমাননা করার দায়ে শাহাজাদা নামে এক ব্যক্তিকে মিষ্টির দোকানে আসা ক্রেতারা আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মো.আব্দুল্লাহ আল মামুন নামের এক ভদ্র লোক। এরপর আটককৃত শাহাজাদাকে থানা হেফাজতে নিয়ে যায় সিরাজদিখান থানা পুলিশ। স্থানীয়রা জানায়, ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার বিকাল ৩ টার দিকে সিরাজদিখান বাজারের মা ক্ষীর মিষ্টান্ন ভান্ডার নামের দোকানে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,
মা ক্ষীর মিষ্টান্ন ভান্ডার দোকানে বসে শাহাজাদা পবিত্র কোরআন শরীফ কে অবমাননা করার দৃশ্য দেখলে থানায় পাসে দোকান হওয়ায় দোকানে আসা ক্রেতারা তাকে ধরে থানায় নিয়ে যায়। এসময় দোকান মালিক গোপি ঘোষ তার পীর বলে মানুষজনের সাথে বাকবিতন্ডা করে বলে জানা গেছে । তখন তিনি কোরআন শরীফ থেকে বেশি বুঝে সে অবমাননা করে নাই।
মা ক্ষীর মিষ্টান্ন ভান্ডারের মালিক গোপি ঘোষ বলেন, আমার পীরের জন্য আমি সব করতে পারি। তার জন্য আমি আমার ধর্ম, আমার পরিবার ত্যাগ করতে পারি। এমনকি গরুর মাংস খেতেও পারি। তিনি যখন কোরআন শরীফ অবমাননা করছে আমি দেখি নাই।
থানায় অভিযোগকারী মো.আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি মিষ্টির দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআন অবমাননা করছে এই শাহজাদা। তখন আমি দেখে দোকানে থাকা মানুষজন নিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যাই। আমি থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
সিরাজদিখান থানার ডিউটি অফিসার, এসআই জিয়াউল হক বলেন, আমরা অভিযোগ পেয়েছি, আর আসামিকে হাজতে রাখা হয়েছে। মামলার প্রক্রিয়াধীন রয়েছে।
0 Comments