অধ্যাপিকা মাসুদা চৌধুরী এম পি আর নেই।

 



আনিছুর রহমান নিলয়,  বিশেষ প্রতিনিধি, ঢাকাঃ 


জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংরক্ষিত আসনের এম পি অধ্যাপিকা মাসুদা চৌধুরী (৭০) আর নেই। গত ১২/০৯/২১  রাজধানীর বারডেম হাসপাতালে   চিকিৎসা দিন অবস্থা ভোর ৩ টায় তিনি ইন্তেকাল করেন।  ইন্না-লিল্লাহ হি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ছেলে ব্যারিস্টার  সানজিদ রশীদ চৌধুরী ও কন্যা ব্যারিস্টার সানজিদা রশীদ চৌধুরী সহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভান্যুধায়ী রেখে গেছেন। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাপা চেয়ারম্যান জি এম কাদের ও দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।মুরহুমার প্রথম জানাজা তার ঢাকার মগবাজারের নিজ বাসভবনে বাদ জোহর  অনুষ্ঠিত হয়, বাদ আসর কাকরাইলের  জাপা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা হয়। আজ মঙ্গলবার চট্টগ্রামের লালদিঘী মাঠে বাদ জোহর তৃতীয় জানাজা ও বাদ আসর রাউজানের গহীরা গ্রামে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।  মরহুমা মাসুদা চৌধুরী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন,  এবং  মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি মাপসাস এর সভাপতি হিসেবে দীর্ঘ ১০ বছর দায়িত্ব পালন করেছেন।

Post a Comment

0 Comments