সিরাজদিখানে নিটল টাটা মটরসের গ্রাহক বন্ধু সুরক্ষা মতবিনিময় সভা অনুষ্ঠিত। গ্রেট বিক্রমপুর

 



ইমন খান, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ


"সাবধানে গাড়ি চালান একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না" এ শ্লোগানে

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিটল টাটা মটরস এর গ্রাহক বন্ধু সুরক্ষা সতর্কতার সাথে ব্যবসা পরিচালনার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার দুপুর ১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার নিমতলায় জেমস গ্রীল চাইনিজে টাটা যানবাহন বাংলাদেশের বিক্রয় ও মার্কেটিং নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সৈয়দ মোহাম্মদ তাহমিদ এর সঞ্চালনায়

 অনুষ্ঠিত হয়।


এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রডাক্ট  প্রেসিডেন্ট বাস এর ডিজিএম মোঃ জাফর উল্লাহ, সেলস কমের্সিয়াল ভেহিকেল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হাছান মাহমুদ জামিল, হেড অফ লোকাল অফিস কেরানীগঞ্জ ডিভিশন আব্দুল হিরা মোল্লা সোহেল, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, সিরাজদিখান প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি সালাহউদ্দিন সালমান প্রমুখ।

Post a Comment

0 Comments