বিশেষ প্রতিনিধি , মুন্সিগঞ্জ জেলা ঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার আসন্ন বয়রাগাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে, নির্বাচনী পরিবেশ অনেকটা নিবর। বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পাই,বয়রাগাদী ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মানুষ তরুন নেতৃত্ব চাচ্ছে।তার মধ্যে অন্যতম জনাব,সোহাগ মৃধা,তিনি ব্যক্তিগত ভাবে একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তরুনদের খুব কাছের ও পছন্দের ব্যক্তি । তিনি বিগত সময়, ধর্মীয়, সামাজিক তার অবদান অনেক, তিনি দানশীন, তার বিশেষ উদাহরন (করোনাকালীন ) সময় তার আত্মমানবতার সেবায় যে নজির সৃষ্টি করেছেন তা ৯ং( ওয়ার্ডবাসী) প্রশংসা করেছেন। সোহাগ মৃধা বয়সে তরুন হলে ও তার জনপ্রিয়তা ব্যাপক, তিনি বিভিন্ন সামাজিক সংগঠন, যেমন,মসজিদ, মাদরাসা, কবরস্থান, কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। পাশাপাশি তিনি জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংস্থার একজন কর্মী,, যা শুধু মানুষের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সৎ ও সাহসী এবং তরুনদের আস্তাভাজন, সোহাগ মৃধা, দঃগোবরদী মৃধাবাড়ির সাবেদ আলী মৃধার ছেলে।
মোটোফোনে আমরা যোগাযোগ করলে, সোহাগ মৃধা বলেন, তরুনরা আমাকে চায়, আমি সবাইকে নিয়ে আগামি নির্বাচনে (মেম্বার প্রার্থী) হিসেবে অংশ গ্রহণ করবো, ইনসাহ্আল্লাহ, আপনারা আমার জন্যে দোয়া করবেন। আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী।
0 Comments