ইমন খান , মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে, বয়রাগাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্মার পদপ্রার্থী,তরুন সমাজসেবক জনাব সোহাগ মৃধার প্রথম উঠান বৈঠক ওনির্বাচনী আলোচনা সভা, মমিন মৃধা পবিএ কেরআন তিলায়াতের মাধ্যমে, বিশিষ্ট ব্যবসায়ী জনাব,মোঃসজিব শেখ এর সঞ্চালনায়, আজ বাদ মাগরিব দক্ষিণ গোবরদী শেখবাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার জনাব,মোস্তফা মৃধা,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব,মানিক মৃধা,অন্যান্যদের আরো ছিলেন, সামসুল হক মৃধা,শেরু মিয়া,সাবেদআলী মৃধা, চান মিয়া,আজাহার সরদার,মোঃ আলমগীর মিয়া,হানিফ মৃধা,বাবুল মৃধা,বাচ্চু মৃধা, তারা মিয়া, রবিন হাওলাদার,আমিনুল মুন্সি, রাসেল মিয়া প্রমুখ,এসময় তারা বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন৷ তাদের বক্তব্যে একটি বিষয় উঠে আসে তারা সকলেই পরিবর্তন চায়,তারা সকলেই সোহাগ মৃধাকে সমর্থন করে বলে আমরা সকলেই এক সাথে কাদে কাদ মিলিয়ে কাজ করবো, ইনসাহআল্লাহ ভালো ফলাফল আসবেই।
মেম্বার পদপ্রার্থী জনাব,সোহাগ মৃধা বলেন,আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগী কামনা করছি,মেম্বার হই বা না হই আপনাদের পাশে অতীত এ ছিলাম ভবিষ্যৎ এ থাকবো,আগামী নির্বাচনে আপনারা আমার পাশে থাকবেন এটাই আমি আশাবাদী,এসময় ব্যাপক লোকের সমাগম ঘটে,তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।উক্ত সভার সভাপতিত্বকরেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বার জনাব,মনির হোসেন মনু, তিনি সকলের সু-সাস্থ কামনা করে আগামী নির্বাচনে সোহাগ মৃধা ভালো একটি ফলাফল বয়ে বলে আসাবাদ বৃক্ত করেন। পরে সভার সমাপ্তি করেন।
0 Comments