সিরাজদিখানে বিকল্পধারা বাংলাদেশে কর্তৃক রাজনৈতিক ও উন্নায়নমূলক (মাসিক) আলোচনা সভা অনুষ্ঠিত। "গ্রেট বিক্রমপুর"

 



ইমন খান, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ


মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা নিমতলা বাজার সংলগ্ন , বিকল্পধারা বাংলাদেশ  এর  পার্টি অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  ২২ সেপ্টেম্বর ২০২১ ইং রোজ বুধবার, সকাল  ১১ টায়। 


"এসো রোজগার করি, বেকার মুক্ত দেশ গড়ি" এই স্লোগান কে সামনে রেখে" 


সিরাজদিখান উপজেলা আহ্বায়ক কমিটির বিভিন্ন  নেতাকর্মি  মতবিনিময় করছেন। এসময় উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয় আলোচনা করা হয়।বিকল্প যুবধারা সিরাজদিখান উপজেলা শাখার অসমাপ্ত  ইউনিয়ন ভিত্তিক কমিটি, সম্পূর্ণ  কারার তাগিদ আলোচক বৃন্দের। অএ মাসিক সভার,সভাপত্বি করেন, বিকল্পধারা বাংলাদেশে এর সিরাজদিখান উপজেলা শাখার আহ্বায়ক, জনাব,মোঃকবির হোসেন।সকলের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে উক্ত সভায় সমাপ্তি ঘোষণা করা হয়।

Post a Comment

0 Comments